বিনা চিকিৎসায় খালেদার মৃত্যু চায় সরকার, অভিযোগ হাফিজ উদ্দিনের

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
ফাইল ছবি: প্রথম আলো

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেছেন, বর্তমান সরকার চায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিনা চিকিত্সায় মৃত্যুবরণ করুক। এ জন্য তাঁকে তাঁর প্রার্থিত জায়গায় চিকিত্সার অনুমতি দিচ্ছে না সরকার। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমদ এ অভিযোগ করেন।

প্রেসক্লাবে ‘সমুদ্রে সার্বভৌমত্ব: আইনি অধিকারে কত দূর বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে নাগরিক ফোরাম নামে একটি সংগঠন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাফিজ উদ্দিন আহমদ। বক্তব্যের একপর্যায়ে খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করে বলেন, অত্যন্ত দুঃখজনক, তিনবারের প্রধানমন্ত্রীকে চিকিত্সা করতে দেওয়া হচ্ছে না। তিনি তাঁর প্রার্থিত জায়গায় চিকিত্সা নিতে পারবেন না; কত নিষ্ঠুর, অমানবিক সরকার। তারা আইনের দোহাই দেয়, কিন্তু তাদের নিজেদেরই তো আইনি ভিত্তি নেই।

সাজাপ্রাপ্ত হওয়ার পরও আ স ম রব, আবদুল জলিলকে চিকিত্সার জন্য বিদেশে পাঠানোর উদাহরণ টেনে হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, উদাহরণ থাকার পরও খালেদা জিয়াকে তাঁর মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন, সরকার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেবে।