বিমানবন্দরে দুবাইগামী যাত্রীর মৃত্যু

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রী মারা গেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যাত্রী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে একটি ফ্লাইটে করে তাঁর দুবাই যাওয়ার কথা ছিল।
ওই যাত্রীর নাম মোসলেম মিয়া ওরফে আবু মুসা। তাঁর বয়স ৫৩ বছর। চট্টগ্রামের ফটিকছড়িতে তাঁকে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মোসলেম মিয়া ১০ বছর ধরে দুবাইয়ে কাজ করছেন। তিনি এ বছরের জানুয়ারিতে ছুটিতে দেশে আসেন। তবে করোনার বিধিনিষেধে ফ্লাইট বন্ধ থাকায় তিনি আটকা পড়েন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট চলাচল শুরু হলে তিনি কর্মস্থলে ফেরার প্রস্তুতি নেন।

মোসলেম মিয়ার শ্যালক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর ভগ্নিপতির তেমন বড় ধরনের শারীরিক জটিলতা ছিল না। তবে ডায়বেটিস ছিল। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে।

বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, ফ্লাই দুবাইয়ের যাত্রী ছিলেন মোসলেম মিয়া। ওই যাত্রী বোর্ডিং কার্ড নেওয়ার আগেই মারা গেছেন। তিনি যাত্রার আগে করোনা পরীক্ষার জন্য প্রবাসীকল্যাণ ডেস্কে এসে প্রত্যয়নপত্র নিয়েছিলেন।
প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তা ফখরুল আলম প্রথম আলোকে বলেন, ওই যাত্রী প্রত্যয়ন নিয়ে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান। তাঁকে বিমানবন্দরের স্বাস্থ্য ডেস্কে তাৎক্ষণিক নিয়ে যাওয়া হয়। সেখানকার স্বাস্থ্য কর্মকর্তা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেখেন তিনি মারা গেছেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়‌।

বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শাহরিয়ায় সাজ্জাদ প্রথম আলোকে বলেন, ‘অসুস্থ যাত্রীর খবর পেয়েই আমরা প্রাথমিক চিকিৎসা শুরু করি। এর মধ্যেই তিনি মারা যান। আমরা ধারণা করছি, মারাত্মক হার্ট অ্যাটাক করে তিনি মারা গেছেন।’