বিমানবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আবদুল্লাহ (২৮)। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আবদুল্লাহর চাচাতো ভাই মমিনুর বলেন, তিনি ঢাকার একটি হোমিওপ্যাথিক কলেজে পড়তেন। পুলিশ বলছে, রেললাইনের ওপর দিয়ে রাস্তা পারাপারের সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী এলাকায়। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।