ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি: এনপিপি
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ছে। এতে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটে জড়িতদের খুঁজে কঠিন শাস্তির আওতায় আনতে হবে।
আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে এনপিপির মহাসচিব মো. আবদুল হাই মণ্ডল বলেন, বাংলাদেশ এখন একটি কঠিন সময় পার করছে। দুই বছরের বেশি সময় ধরে করোনায় স্থবির পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করল, তখনই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। তিনি বলেন, গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, তেল পিঁয়াজ, চিনিসহ সবকিছুর মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এসব কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তরা অসহায় জীবন যাপন করছে। একশ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
আবদুল হাই মণ্ডল বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, মধ্যবিত্তরা এখন ট্রাকের পেছনে গিয়ে লাইন ধরছেন। তাঁরা টাকা বাঁচাতে এটা করছেন না, বরং বেঁচে থাকার জন্য বাধ্য হয়েছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব, দ্রব্যমূল্য কারসাজির পেছনে থাকা অসাধু ব্যবসায়ীদের ধরতে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটে যাঁরা জড়িত, তাঁদের খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এনপিপির যুগ্ম মহাসচিব মো. এমাদুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ, সভাপতিমণ্ডলীর সদস্য খালেকুজ্জামান খান প্রমুখ।