default-image

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ভাঙারির দোকানে পরিত্যক্ত বোতল বিস্ফোরণে দগ্ধ আরও দুজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিন।


যে দুজন মঙ্গলবার মারা গেছেন তাঁরা হলেন সাইদুল ও আমির হোসেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল।

এর আগে গত শনিবার মারা যান ফারুক নামে আরও একজন। এখনো ভর্তি আছেন ভাঙারির দোকানের মালিক আবদুল আলিম।


গত ২৭ অক্টোবর ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাতজন অগ্নিদগ্ধ হন। দোকানমালিকের ভগ্নিপতি আবুল কাশেম সাংবাদিকদের জানান, দোকানের ভেতরে থাকা মেশিনে মালামাল চূর্ণ করার সময় একটি পরিত্যক্ত বোতল হঠাৎ বিস্ফোরিত হয়। এতেই আগুন ধরে যায়।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0