মিরপুর থেকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইশরাত রফিক ওরফে ঈশিতা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ কথা জানিয়েছেন।

খুদে বার্তায় র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, ইশরাত রফিক নিজেকে দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন। নিজেকে কথিত তরুণ চিকিৎসাবিজ্ঞানী, গবেষক, বিশেষজ্ঞ চিকিৎসক, ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পরিচয় দিতেন।

ইশরাত রফিককে নিয়ে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে বিকেল চারটায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।