মুগদায় বাসায় আগুন: স্ত্রী–সন্তানের পর চলে গেলেন সুধাংশু
রাজধানীর মুগদায় একটি বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ স্ত্রী ও সন্তানের পর মারা গেছেন গৃহকর্তা সুধাংশু বৌদ্ধ (৩৫)। আজ শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন। এর আগে গত সোমবার রাতে সুধাংশুর ছেলে উরফ চন্দ্র বৌদ্ধ (৫) ও প্রিয়াঙ্কা রানী বৌদ্ধ (৩২) মারা যান।
গত রোববার সকাল সাতটার পর মাতব্বর গলি এলাকায় সাজু মিয়ার পাঁচতলা বাড়ির নিচতলায় ভাড়া বাসায় আগুন লাগলে চারজন দগ্ধ হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় সুধাংশু বৌদ্ধ (৩৫), তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা রানী বৌদ্ধ, তাঁদের ছেলে উরফ বৌদ্ধ ও শাশুড়ি শেফালী বাড়ইকে (৫৫) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাতে মারা যান প্রিয়াঙ্কা ও উরফ। আজ শনিবার গৃহকর্তা সুধাংশু বৌদ্ধ মারা গেলেন। এরা সবাই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, উরফ ৬৭ শতাংশ, প্রিয়াঙ্কা ৭২ শতাংশ এবং সুধাংশু ২৫ শতাংশ দগ্ধ হন। শেফালী ৩৫ শতাংশ দগ্ধ হয়েছেন। সুধাংশু শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের পান ব্যবসায়ী।