হাতকড়া
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাদকদ্রব্য আইসের (ক্রিস্টাল মেথ) সবচেয়ে বড় চালানসহ টেকনাফের আইসচক্রের হোতাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ছাড়া বিদেশি অস্ত্র, গুলিসহ আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার র‍্যাবের পাঠানো মুঠোফোন বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে র‍্যাবের।

র‍্যাব বলছে, টেকনাফের আইসচক্রের হোতার নাম খোকন। তিনি আইসের সবচেয়ে বড় চালান পাঁচ কেজি আইসসহ ধরা পড়েছেন। গ্রেপ্তার আরেকজন তাঁর সহযোগী।