ঢাকার যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা দেড়টা থেকে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করে।
শিক্ষার্থীরা যাত্রাবাড়ী মোড় এলাকায় একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। এ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে যাত্রাবাড়ী মোড় ও আশপাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হওয়ার ঘটনায় সঠিক বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে যাত্রাবাড়ী মোড়ে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী আবদুল হক বলে, ‘দ্রুত নিরাপদ সড়কব্যবস্থা চালু করার দাবিতে আমরা রাস্তায় এসেছি। প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি গ্রহণ করা।’
শিক্ষার্থীরা যখন সড়ক অবরোধ করে তখন যাত্রাবাড়ী থানা-পুলিশের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের আশপাশের থাকা সাধারণ মানুষদের সরিয়ে দেন পুলিশ সদস্যরা। তবে তাৎক্ষণিকভাবে থানা-পুলিশের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গণমাধ্যমকে এ বিষয়ে জানাবেন বলে জানান পুলিশ কর্মকর্তারা।