যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্যানসার রোগী নিহত

দুর্ঘটনার
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় গতকাল রোববার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ক্যানসারে ভুগছিলেন।

আজ সোমবার সকালে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বলেন, গতকাল দিবাগত রাত একটার দিকে কাজলা ব্রিজের কাছে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো যানবাহন তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে গতকাল রাত সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নজরুল সপরিবার যাত্রাবাড়ীর কাজলা উত্তরপাড়ায় থাকতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। নিহত ব্যক্তির ছেলে হাবিবউল্লাহ বলেন, তাঁর বাবা সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। ছয় মাস আগে তাঁর বাবার মস্তিষ্কে টিউমার ও ক্যানসার ধরা পড়ে। এরপর তিনি আর অটোরিকশা চালাতেন না।

তাঁর একটু মানসিক সমস্যা ছিল। রাতে বাসা থেকে মাঝেমধ্যে বাইরে বের হয়ে যেতেন। হাবিবউল্লাহ আরও বলেন, গতকাল রাতেও বাসা থেকে বের হন তাঁর বাবা। পরে দুর্ঘটনার খবর পান তিনি।

দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে গতকাল রাত সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নজরুলের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।