রাজধানীতে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীতে বিদেশি অস্ত্রসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব। গতকাল রোববার কদমতলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন (৩০), মো. আজিজুল হক (২২) ও মো. পলাশ মোল্লা (২৮)। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এ তথ্য জানায়।
র্যাব বলেছে, কদমতলীসহ ঢাকার বিভিন্ন এলাকায় এই তিনজন সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারের সঙ্গে জড়িত। এ কাজে অস্ত্রও ব্যবহার করেন তাঁরা। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি গুলি ও সাড়ে ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে কদমতলী থানায় দুটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।