রাজধানীর কমলাপুর রেলস্টেশনের কাছে ছুরিকাঘাতে মো. শাহিন (৩৮) নামের রেলওয়ের এক অস্থায়ী গেটম্যান নিহত হয়েছেন। রোববার রাতে স্টেশনের আইসিডি গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার হাটধলা গ্রামে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন রাশিদা আক্তার ও তাঁর স্বামী মো. কাঞ্চন।
পুলিশ বলছে, কাঞ্চনকে তালাক দিয়ে রাশিদা আক্তার শাহীনকে বিয়ে করেছিলেন। তবে বিয়ের কিছুদিন পর শাহীনকে তালাক দিয়ে আবার কাঞ্চনকে বিয়ে করেন। এরপরও শাহীনের সঙ্গে রাশিদার যোগাযোগ ছিল। এতে ক্ষুব্ধ হয়ে শাহীনকে ছুরিকাঘাত করেন কাঞ্চন।
কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ বলেন, কাঞ্চনের ছুরিকাঘাতে শাহীন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।