রাজধানীতে তরুণ খুন
রাজধানীর খিলগাঁও এলাকায় মারামারিতে মো. সুজন (২২) নামের এক তরুণ মারা গেছেন। স্থানীয় বাসিন্দা আরশাদ হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর মাথায় ইটের আঘাত করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর কলেজগেটে একটি বেসরকারি হাসপাতালে সুজন মারা যান। এ ঘটনায় শাহজাহানপুর থানায় একটি মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, সুজনের বাড়ি খিলগাঁও তিলপাপাড়া এলাকায়। আরশাদের সঙ্গে সুজনের কথা-কাটাকাটি হয়। আরশাদ সুজনকে ধরে তাঁর বাড়ির কাছে নিয়ে পরিবারসহ মারধর করেন। পরে সুজনের পরিবার তাঁকে কলেজগেটের একটি হাসপাতালে নেন। সেখানে তিনি মারা যান।
এ ঘটনায় সুজনের বাবা বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আরশাদের মা ও বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।