রাজধানীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার ৬

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর ফুলবাড়িয়ায় জাকের সুপার মার্কেটের ছাদ থেকে ফেলে ব্যবসায়ী মো. রাকিব শেখকে (৪৮) হত্যাচেষ্টার মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
রোববার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদী, গাজীপুর ও রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। মার্কেটের আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে ওই ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফিরোজ আহম্মেদ (৫০), মো. হুমায়ুন কবির (৫৩), মো. নাসির উদ্দিন (৫০), মাহমুদুল হাসান রাসেল (৪১), হাজি মো. ফরিদ ভুইয়া ওরফে ছোট ফরিদ (৩৯) ও মো. আলম শিকদার (৫০)।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১০–এর অধিনায়ক মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার ফিরোজ সন্ত্রাসী ও চাঁদাবাজ। অন্যরা তাঁর বাহিনীর সদস্য। মার্কেটের আধিপত্য ধরে রাখতে ফিরোজ এই সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ফিরোজের বাহিনীর সদস্যরা মার্কেটের ব্যবসায়ীদের হুমকি দিয়ে ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন। কেউ চাঁদা দিতে না চাইলে ব্যবসায়ীদের মারধর ও নির্যাতন করতেন।

২ ফেব্রুয়ারি রাজধানীর ফুলবাড়িয়ার জাকের সুপার মার্কেটে রাকিব শেখকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টা করার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে বংশাল থানায় ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ছায়া তদন্ত শুরু করে র‍্যাব।