রাজধানীর কাপ্তান বাজারে অগ্নিকাণ্ড
রাজধানীর কাপ্তান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ভোর ছয়টা ৮ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে থাকা দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আজাদ। তাৎক্ষণিক কোনো হতাহতের খবর জানা যায়নি।
দেওয়ান আজাদ বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও সেখানে প্রচণ্ড ধোয়া রয়েছে। কীভাবে আগুন লেগেছে তা তারা তাৎক্ষণিক জানতে পারেনি। অভিযান পুরোপুরি শেষ হলে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে বলে তিনি জানান।