রাজধানীর চন্দ্রিমা উদ্যানে গাড়ির ধাক্কায় মেট্রোরেলের শ্রমিক নিহত

প্রতীকী ছবি

রাজধানীর চন্দ্রিমা উদ্যানের লেক রোডে রাস্তা পার হওয়ার সময় ব্যক্তিগত গাড়ির ধাক্কায় মো. হুমায়ুন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় হুমায়ুনের। তাঁর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, নিহত হুমায়ুন মেট্রোরেল প্রকল্পে শ্রমিকের কাজ করতেন। তাঁকে ধাক্কা দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে গেছেন চালক। তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। হুমায়ুনের লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।