রাজধানীর বংশাল থেকে অনুপ রায় (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে পরিবার। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে বংশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে অনুপ রায়ের ভাগনে মিঠুন বড়াল উল্লেখ করেন, ব্যবসাসংক্রান্ত কাজে গত রোববার সকাল সাড়ে আটটার দিকে বাসা থেকে মতিঝিলের উদ্দেশে বের হন অনুপ রায়। এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
মিঠুন বড়াল প্রথম আলোকে বলেন, বাসা থেকে ব্যবসায়িক কাজের জন্য সাড়ে নয় লাখ টাকা নিয়ে বের হন তিনি।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত তদন্তে মনে হচ্ছে, অনুপ রায় নিজেই আত্মগোপন করেছেন। প্রযুক্তিগত তদন্তে এমনই ইঙ্গিত মিলেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার হলে বলা যাবে প্রকৃতপক্ষে কী ঘটেছে।