রাজধানীর মাতুয়াইলে বাসের ধাক্কায় পথচারী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. দবির (৬৩) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

করোনাভাইরাসের টিকা নিয়ে ফেরার পথে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান তাঁর সন্তান রফিকুল ইসলাম।

প্রথম আলোকে রফিকুল ইসলাম বলেন, মো. দবির সকালে টিকা নেওয়ার জন্য মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে যান। ফেরার পথে আজ সকাল ১০টার আগে লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গাড়িটির নম্বর এখনো জানা যায়নি বলে জানান রফিকুল ইসলাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।