রাজধানীর শ্যামপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ
রাজধানীর শ্যামপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিশুটির বাবা অভিযোগ করে বলেন, গতকাল বুধবার সকালে তাঁর মেয়ে বাসার সামনে খেলা করছিল। একপর্যায়ে জাকির হোসেন নামের এক ব্যক্তি তাঁর মেয়েকে ১০ টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে ডেকোরেটরের দোকানের ভেতরে নিয়ে যান। এরপর তিনি দোকান বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করেন। পরে বাসায় এসে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়।
এ ঘটনার পর থেকে জাকির হোসেন পলাতক। পেশায় তিনি ডেকোরেটরের কর্মচারী। গতকাল রাতে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেন শিশুটির বাবা।
আজ দুপুরে পুলিশের কদমতলী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার রুমানা নাজ প্রথম আলোকে বলেন, শিশুটিকে স্বাস্থ্যগত পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।