রাপা প্লাজার সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
নয় দফা দাবিতে রাজধানীর ধানমন্ডি ২৭-এর রাপা প্লাজার সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে ধানমন্ডি ২৭-এর উদ্দেশে রওনা হন শতাধিক শিক্ষার্থী। পরে তাঁরা রাপা প্লাজার সামনের সড়ক অবরোধ করেন।
সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের নয় দফা দাবির মধ্যে অন্যতম হলো সব ধরনের গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া ও সড়ক আইনে কঠোর শাস্তির বিধান করা।
শিক্ষার্থীরা জানান, নয় দফা দাবি আদায়ে গত বৃহস্পতিবার তাঁরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গিয়েছিলেন। তখন বিআরটিএ কর্তৃপক্ষ এক সপ্তাহ সময় চায়। আজকের (৩০ নভেম্বর) মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে দুপুরের দিকে বিআরটিএ কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়ে রাখেন শিক্ষার্থীরা।
কয়েক দিন ধরে গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ঢাকায় শিক্ষার্থীদের জন্য কাল বুধবার থেকে বাসে ‘হাফ পাস’ কার্যকর হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ আজ দুপুর ১২টার দিকে এ ঘোষণা দেন।
এদিকে, গত বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা পরিবহন করা গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। তাঁরাও নিরাপদ সড়কসহ নয় দফা দাবি জানান।