রাপা প্লাজার সামনে শিক্ষার্থীরা, কাগজ যাচাই করে ছাড়ছেন যানবাহন

শিক্ষার্থীরা যানবাহনের কাগজপত্র যাচাই করছেন
ছবি: সাজিদ হোসেন

রাজধানীর ধানমন্ডি এলাকার রাপা প্লাজার সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা রাপা প্লাজার সামনে মিরপুর সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীরা যানবাহনের কাগজপত্র যাচাই করছেন
ছবি: সাজিদ হোসেন

বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের ৯ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া (হাফ পাস) নিশ্চিতে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়
ছবি: সাজিদ হোসেন

কয়েক শ শিক্ষার্থী সেখানে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সড়ক অবরোধের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে শিক্ষার্থীরা যানবাহনের কাগজপত্র যাচাই করে একে একে যানবাহন ছাড়তে শুরু করেছেন। কাগজপত্র সঠিক না থাকলে গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে উভয় পাশে দীর্ঘ যানজট লেগেছে।

শিক্ষার্থীরা যানবাহনের কাগজপত্র যাচাই করছেন
ছবি: সাজিদ হোসেন

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে লালমাটিয়া মহিলা কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, রেসিডেনসিয়াল মডেল কলেজ, মুন্সি আব্দুর রউফ কলেজ, সিটি কলেজ, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন।

শিক্ষার্থীদের রাস্তায় নামার খবরে ঘটনাস্থলে যান পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। তিনি সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, ‘ডিসি বলেছেন, তাঁরা আমাদের দাবিদাওয়ার সঙ্গে একমত। কিন্তু এভাবে আন্দোলন না করতে অনুরোধ করেছেন।’