রাষ্ট্র এখন মাফিয়াদের খপ্পরে: পঙ্কজ ভট্টাচার্য

পঙ্কজ ভট্টাচার্য। ফইল ছবি

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পরও পাকিস্তানি প্রেতাত্মা নির্মূল হয়নি। তারা খাদ্যদ্রব্যসহ সব নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করে মানুষকে নিঃস্ব করছে। মহামারিতে মানুষ কর্মহীন, বেকারত্ব নিয়ে অস্থিরতায় রয়েছে। মানুষের জীবন নিয়ে সরকারের কোনো চিন্তা আছে বলে মনে হয় না। সরকারের মন্ত্রীরা বেপরোয়া, বাজারব্যবস্থা নিয়ন্ত্রণের ব্যবস্থা না করে গণমাধ্যমে আবোলতাবোল কথা বলছেন। এতে মাফিয়াদের স্বার্থ হাসিল হয়। রাষ্ট্র এখন মাফিয়াদের খপ্পরে।

শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত সমাবেশে পঙ্কজ ভট্টাচার্য এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদরের বৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে একাত্মতা প্রকাশ করে ঐক্য ন্যাপ ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)।

সমাবেশে পঙ্কজ ভট্টাচার্য ভার্চ্যুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি জাতির জনকের কন্যা, আপনার দায়িত্ব অনেক বেশি। নানান অজুহাতে দেশের ক্ষতি হচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ আর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রস্তাবনা বাতিল করে সব ধরনের রাষ্ট্রীয় অপচয়–লুণ্ঠন বন্ধ করতে উদ্যোগী হোন।’

পঙ্কজ ভট্টাচার্য আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে হবে। গণমানুষকে প্রতিবাদ জানাতে হবে। দেশজুড়ে আন্দোলন গড়ে তুলতে হবে।

সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য জয়ন্তী রায়ের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য রাজিয়া সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক একে আজাদ, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সদস্যসচিব নুর মোহাম্মদ, ঐক্য ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য এস এম এ সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম প্রমুখ।