default-image

যৌতুকের জন্য নির্যাতন ও ভ্রূণ হত্যার অভিযোগে সাংবাদিক রেজাউল করিম ওরফে প্লাবনের বিরুদ্ধে করা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র দেওয়া হয়।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) আফসানা আফরোজ। তিনি জানান, মামলার অভিযোগপত্রভুক্ত অপর চার আসামি হলেন সাংবাদিক রেজাউলের বাবা সামছুল হক, মা রিজিয়া খাতুন, তাঁর বড় ভাই এম এ আজিজ ও ছোট ভাই এস এম নিজাম উদ্দিন। ২৮ অক্টোবর মামলার শুনানির দিন ধার্য রয়েছে।

যৌতুকের জন্য নির্যাতন ও ভ্রূণ হত্যার অভিযোগে রেজাউলের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় গত ১১ মে মামলা করেন সাংবাদিক সাজিদা ইসলাম।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0