লাবিবা-লামিসাকে আলাদা করতে অস্ত্রোপচার

জোড়া লাগা দুই বোন লাবিবা-লামিসা
এএফপি ফাইল ছবি

জন্মের পর থেকে জোড়া লাগা দুই বোন লাবিবা-লামিসাকে আলাদা করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ সোমবার সকাল আটটা থেকে অস্ত্রোপচার শুরু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম সকালে প্রথম আলোকে বলেন, ‘আশা করছি খুবই দ্রুত তাদের অস্ত্রোপচার শেষ হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের হাসপাতালের শিশু বিভাগের প্রধান আশরাফ-উল-হকের নেতৃত্বে ৪০ জনের চিকিৎসক দল অস্ত্রোপচার করছে।’

২০১৯ সালের ১৫ এপ্রিল জন্মগ্রহণ করে লাবিবা ও লামিসা। নীলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপাড়া গ্রামের রাজমিস্ত্রির সহকারী লাল মিয়া ও মনুফা আক্তার দম্পতির সন্তান তারা।

জন্মের নয় দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাদের মা-বাবা। চিকিৎসকদের পরামর্শে চলছিল তাদের চিকিৎসা কার্যক্রম। সবশেষ গত ২৮ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান আশরাফ-উল-হক জানান, কন্যাশিশু দুটির কোমরের নিচের অংশে জোড়া লাগা রয়েছে। তাদের পায়ুপথ, প্রজনন অঙ্গ ও মেরুদণ্ড জোড়া রয়েছে। অস্ত্রোপচার করে তাদের আলাদা করা হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০১৭ সালে জোড়া লাগানো শিশু তোফা-তহুরা ও ২০১৯ সালে রাবেয়া–রোকাইয়াকে আলাদা করা হয়।