লাল–সবুজ উন্নয়ন সংঘ ১১ বছর ধরে এ ধরনের উদ্যোগ নিয়ে আসছে। প্রতিবছরই শিক্ষার্থীদের টিফিনের বাঁচানো টাকায় সুবিধাবঞ্চিত পথশিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ ও ঈদের নতুন পোশাকের ব্যবস্থা করে সংগঠনটি।
গতকাল রোববার বিকেলে ধানমন্ডির আবাহনী মাঠসংলগ্ন রাস্তায় পোশাক বিতরণ কার্যক্রমটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের আন্তর্জাতিক সম্পাদক আশিক রহমান, সদস্য সোহরাব উদ্দিন, ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক তুষার আহমেদ প্রমুখ।