সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকার রাস্তায় বেড়েছে যানবাহন

চেনা রূপে ফিরছে ঢাকার সড়ক। সকালে শ্যামলীর শিশুমেলার সামনের সড়ক। ১২ আগস্ট, ২০২১
ছবি: সাবিনা ইয়াসমিন

রাজধানীর সড়কে আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে গতকাল বুধবারের চেয়ে বেশি যানবাহন নেমেছে। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ গত মঙ্গলবার শেষ হয়। কঠোর বিধিনিষেধ শেষে সবকিছু চালুর প্রথম দিন ছিল বুধবার। এদিন অনেকটাই চেনা রূপে ফেরে রাজধানী। রাজধানীর সড়কে যান চলাচল বেড়ে যায়। বিভিন্ন স্থানে দেখা যায় যানজট। গতকাল গণপরিবহনে যাত্রীর সংখ্যা ছিল কম। আজও গণপরিবহনে যাত্রী কম দেখা গেছে।

রাজধানীর ব্যস্ততম সড়ক এলাকার মধ্যে রয়েছে মহাখালী, ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ, ধানমন্ডি, মিরপুর, কাকরাইল, পল্টন, মতিঝিল।

ট্রাফিক রমনা অঞ্চলের উপকমিশনার জয়দেব চৌধুরী আজ বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, তাঁর আওতাধীন এলাকার সড়কে গাড়ির সংখ্যা বেশি থাকলেও যানজট খুব বেশি নেই।

ট্রাফিক ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার জাহিদ আহসানও একই কথা বলেন। তিনি বলেন, সব প্রতিষ্ঠান এখনো পুরোপুরি খোলেনি। তা ছাড়া বিধিনিষেধ শেষে সব মানুষ এখনো ঢাকায় ফেরেনি। এ কারণে লোকজন কিছুটা কম। আগামী রোববার থেকে ঢাকা আগের মতো ব্যস্ত হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি।

ট্রাফিক মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার তারেক আহমেদ প্রথম আলোকে বলেন, সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী সড়কে নির্দিষ্টসংখ্যক গণপরিবহন নামার কথা। এ জন্য গণপরিবহন কিছুটা কম। ফলে আগের মতো যানজট লেগে থাকছে না।

করোনাভাইরাসের সংক্রমণের নিয়ন্ত্রণে চলতি বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছিল। ঈদের পর গত ২৩ জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হয়, যা প্রথমে ৫ আগস্ট পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। পরে এই বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। গতকাল থেকে শর্ত সাপেক্ষে অফিস, গণপরিবহনসহ সবকিছু খুলে দেওয়া হয়। এ বিষয়ে ৮ আগস্ট আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।