সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশনের দাবি

‘কাউকে পিছনে রেখে নয়: সমতলের আদিবাসীদের সমস্যা ও সমাধানের উপায়’ শীর্ষক সেমিনারে বক্তারা
ছবি: সংগৃহীত

সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশনের দাবি
ছবি: plain land Adivasi নামে ন্যাশনালে আছে
ক্যাপশন:





জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, এ দেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত। এর মধ্যে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ আরও বেশি প্রান্তিকতার শিকার। তাঁদের এ প্রান্তিকতার মূল কারণ ভূমি। সমস্যার সমাধানে তাঁদের জন্য চাই পৃথক ভূমি কমিশন।

‘কাউকে পিছনে রেখে নয়: সমতলের আদিবাসীদের সমস্যা ও সমাধানের উপায়’ শীর্ষক সেমিনারে কথাগুলো বলেন অধ্যাপক মিজানুর রহমান। আজ বুধবার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন ইনডিজেনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস) এর আয়োজন করে।

অনুষ্ঠানে অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘কে সংখ্যায় লঘু আর কে সংখ্যায় বেশি, এটি বিবেচনার বিষয় নয়। বরং আমরা সবাই মানুষ, সেটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধানে সবার অধিকার সমান এবং সমান অধিকারের অধিকারী।’ বৈষম্য বিলোপ আইনটি দ্রুত পাস করার আহ্বান জানান তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশে আমরা তাঁদের মানবাধিকার ও মৌলিক অধিকারের জন্য কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে আর্চবিশপ বিজয় ডি ক্রুজ বলেন, মিশনারিরা এ দেশে প্রান্তিক জাতিগোষ্ঠীর জন্য শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোহেল হাজং। তিনি কয়েকটি সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ ও বাজেট বরাদ্দ বৃদ্ধি অন্যতম।