সিএনজিচালিত অটোরিকশার মামলায় সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানার দাবি

আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন।
ছবি: প্রথম আলো

সিএনজিচালিত অটোরিকশার চালকদের ক্ষেত্রে যেকোনো মামলার আর্থিক জরিমানা ৫০০ টাকার বেশি না করাসহ ৯ দফা দাবি জানিয়েছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।

আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানান সংগঠনটির নেতা-কর্মীরা।

সংগঠনের অন্য দাবিগুলো হচ্ছে সরকারের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর এলাকায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী পেশাদার চালকদের মধ্যে বরাদ্দকৃত পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশা ও চট্টগ্রাম মহানগর এলাকার জন্য চার হাজার অটোরিকশার নিবন্ধনের প্রক্রিয়া অবিলম্বে বাস্তবায়ন করা; প্রাইভেট অটোরিকশায় ‘ভাড়ায় যাত্রী পরিবহন’ বন্ধ করা; সিএনজিচালিত অটোরিকশার ভাড়া প্রথম দুই কিলোমিটার ৮০ টাকা, পরবর্তী কিলোমিটার প্রতি ৩০ টাকা; ওয়েটিং চার্জ প্রতি মিনিট চার টাকা করে গেজেট প্রকাশ করা; বিআরটিএর খেয়ালখুশিমতো মোটরযানের অপরিকল্পিত নিবন্ধন দেওয়া বন্ধ করা; সড়ক দুর্ঘটনায় নিহত চালকদের নির্ধারিত ক্ষতিপূরণ ও আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ ঝামেলামুক্তভাবে দ্রুত পাওয়ার নিশ্চয়তা প্রদান করা; সিএনজিচালিত অটোরিকশার মালিকদের নিজ নিজ অটোরিকশাচালকদের ছবি সংযুক্তসহ পূর্ণ বিবরণসংবলিত প্রত্যয়নপত্র দেওয়া; মোটরসাইকেলের বাণিজ্যিক ব্যবহার বন্ধ করা এবং মালিকের অতিরিক্ত জমা নেওয়া বন্ধ করা।

মানববন্ধনে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী, আহ্বায়ক মুহম্মদ শাহ আলম, সদস্যসচিব মো. ফারুক হোসেনসহ সিএনজিচালিত অটোরিকশার প্রায় ৪০ চালক উপস্থিত ছিলেন।