স্বাস্থ্যের সাবেক গাড়িচালক মালেকের স্ত্রীকে কারাগারে পাঠাতে আদেশ

আদালত
প্রতীকী ছবি

দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক মো. আবদুল মালেকের স্ত্রী নার্গিস বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

পিপি মাহমুদ হোসেন জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মালেকের স্ত্রী নার্গিস বেগম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে গত ১৫ ফেব্রুয়ারি আবদুল মালেক ও তাঁর স্ত্রী নার্গিসের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। সম্প্রতি এই দুই মামলায় অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক।

মামলার এজাহারে দুদকের পক্ষ থেকে বলা হয়, আসামি আবদুল মালেক দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। তিনি তাঁর জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন।

নার্গিস বেগমের বিরুদ্ধে করা মামলায় দুদকের পক্ষ থেকে দাবি করা হয়, মালেক ও নার্গিস বেগম জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ ভোগদখলে রাখায় পরস্পরকে প্রত্যক্ষভাবে সহায়তা করেন।