এবার ঈদের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য ছুটি মিলিয়ে বেশ লম্বা ছুটিই পেয়েছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। ফলে গত বৃহস্পতিবার শেষ কর্ম দিবসে অনেকেই ঈদ করতে দেশের বিভিন্ন গন্তব্যে রওনা হন রেলপথে।
কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছিল, এবারের ঈদযাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছেন। এর মধ্যে শুধু আন্তনগর ট্রেনে আসন ছিল ২৭ হাজারের বেশি।
ঈদুল ফিতরের ছুটি শেষ হচ্ছে বুধবার। তবে যাঁরা ঈদের ছুটির শেষে এক দিন বাড়তি ছুটি যোগ করে নিয়েছেন, তাঁরা আগামী রোববার অফিস করার আগে ফিরতে পারছেন।
কমলাপুর রেলস্টেশনের স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার প্রথম আলোকে বলেন, দেশের যে স্টেশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা হবে, যেখান থেকেই ফিরতি টিকিট পাওয়া যাবে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও ফিরতি টিকিট কেনা যাচ্ছে। তবে ৭ ও ৮ মের ফিরতি টিকিট কেনার জন্য যাত্রীদের চাপ কম বলে তিনি জানান।