৯ কেজি স্বর্ণ উদ্ধার মামলায় চারজনের ১২ বছরের কারাদণ্ড
৯ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় বাংলাদেশ বিমানের দুজন কর্মচারীসহ চারজনের ১২ বছরের করাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৩–এর বিচারক বিলকিছ আক্তার আজ বুধবার এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডিত চার আসামি হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) প্যান্ট্রি ম্যান খন্দকার রুহুল আমিন ও শাহিনুর ইসলাম এবং যাত্রী ইফতারুল আলম সরকার ও রিয়াজ ওরফে আমজাদ। রায় ঘোষণার পর চার আসামিকে কারাগারে পাঠানো হয়।
২০১৮ সালের ১৫ মার্চ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় সোয়া ৯ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় মামলা করে।
মামলাটি তদন্ত করে পরের বছর ২০১৯ সালের ৮ জুলাই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রে বলা হয়, ঘটনার দিন জেদ্দা-সিলেট হয়ে ঢাকাগামী একটি বিমানে প্রবেশ করেন প্যান্ট্রি ম্যান রুহুল আমিন ও শাহিনুর। পরে বিমানের ভেতর টয়লেটের টিস্যু বক্সে রাখা স্বর্ণ নিয়ে এসে খাবারের ট্রেতে লুকিয়ে রাখেন তাঁরা। পরে কাস্টমস কর্তৃপক্ষ ওই স্বর্ণ উদ্ধার করে।
অভিযোগপত্র আমলে নিয়ে ২০২০ সালের ১৩ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে ১০ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।