অমিক্রনের সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় প্রস্তুতির তাগিদ
ঢাকায় করোনার অমিক্রন ধরন শনাক্ত হওয়ার পর চট্টগ্রামে স্বাস্থ্যকর্মীদের সতর্ক করা হয়েছে।
অমিক্রনের সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
চট্টগ্রামে এখন করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দিনে গড়ে তিন থেকে চারজনে এসে ঠেকেছে। হাসপাতালেও করোনার নতুন কোনো রোগী নেই।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, গতকাল রোববার মাত্র একজন করোনা রোগী হাসপাতালে ভর্তি ছিলেন।
কোভিড-১৯-এর বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অনেক দিন করোনার কোনো রোগী নেই। তা সত্ত্বেও স্বস্তিতে থাকার কোনো কারণ নেই বলে জানান জেলা সিভিল সার্জন।
জানতে চাইলে মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় অমিক্রন শনাক্ত হওয়ার পর নতুন করে একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি হাসপাতালগুলোকে পুনরায় প্রস্তুতি নিতে বলেছি। তবে আমরা যত বেশি টিকা দিতে পারব, ততই আমাদের জন্য মঙ্গল। প্রাথমিকভাবে জানা গেছে, অমিক্রন খুব বেশি সংক্রামক।’
অমিক্রন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখন পর্যন্ত নতুন কোনো নির্দেশনা নেই বলে জানা গেছে। তবে এ নিয়ে একটি জুম সভায় আরটি-পিসিআর পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্ত করার তাগিদ দেওয়া হয়েছে। এরপরও সন্দেহ হলে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) নমুনা পাঠানো হবে। অমিক্রন শনাক্তের জন্য সিভাসু দক্ষিণ কোরিয়া থেকে ইতিমধ্যে ১০০ কিট নিয়ে এসেছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড-১৯ বিভাগের সমন্বয়ক জ্যেষ্ঠ কনসালট্যান্ট মো. আবদুর রব বলেন, ‘আগে দাপট দেখানো ডেলটার চেয়ে অমিক্রন মারাত্মক কি না, তা নিয়ে গবেষণা চলছে। অমিক্রন কতটা সংক্রামক, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। এখন হাসপাতালে করোনার রোগী নেই। তবে আমরা প্রস্তুত রয়েছি। সবাইকে মাস্ক পরিধান করতে হবে। সবার স্বাস্থ্যবিধি মানাসহ ভিড় এড়িয়ে চলা উচিত।’