আফ্রিকার দেশ থেকে আসলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন

করোনার নতুন ধরন ‘অমিক্রন’ নিয়ন্ত্রণে আফ্রিকার দেশগুলো থেকে আসা নিরুৎসাহিত করছে সরকার। আসতে হলেও তাঁদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবে। আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনার নতুন ধরন অমিক্রন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আয়োজিত এক সভায় শেষে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, তাঁরা চান এ কোয়ারেন্টিন ব্যবস্থাপনাটি সশস্ত্র বাহিনী করুক। এ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন দিয়াবাড়িতে হতে পারে। এ ছাড়া ১০০–এর মতো হোটেলে এই ব্যবস্থা থাকবে। তবে হোটেলের বেশির ভাগ খরচ সংশ্লিষ্ট ব্যক্তিকে দিতে হবে। একেবারে কেউ না দিতে পারলে সেটা পরে বিবেচনা করা হবে।

অমিক্রন নিয়ন্ত্রণে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান সীমিত করার পরামর্শ দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসের সময় এখন যেমন আছে, তাই রাখতে বলা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সময় যেন না বাড়ানো হয়। তবে স্বাস্থ্যবিধি মেনে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় অমিক্রন নিয়ন্ত্রণে আরও কিছু পদক্ষেপর কথা জানান জাহিদ মালেক। তিনি বলেন, ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিকে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আলাপ-আলোচনা করে কবে থেকে তা দেওয়া হবে, সেই দিনক্ষণ ঠিক করা হবে।