default-image

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬৯ জন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৯ জনের।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিনে এ কথা জানানো হয়।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১১ হাজার ৫৭৯ জন। আর আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল থেকে রোববার সকাল ৮টা) সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫৭ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৭ হাজার ৩২৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২১ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৫৮টি। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৯ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় আক্রান্তের হার ৯ দশমিক ৬৪ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।

করোনাভাইরাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন