default-image

টানা গত দুই দিন করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১৫। আজ শনিবার আবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ জনে। গত ২৪ ঘণ্টায় (আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২০৯ জন। মৃত্যুর সংখ্যা বাড়লেও শনাক্তের হার কমে ১০ এ ঘরে গেছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ১০ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন লাখ ৮৭ হাজার ২৯৫। সুস্থ হয়েছেন এক হাজার ৫৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ দুই হাজার ২৯৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৬৪৬ জনের।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় যে ২৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী পাঁচজন। সকলেরই মৃত্যু হয়েছে হাসপাতালে।

বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয় চলতি বছরের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত বৃহস্পতি ও শুক্রবার ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। গত প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা এটি (১৫)। এর চেয়ে কম মৃত্যু ছিল ১৭ মে। ওই দিন ১৪ জন মারা যান। গত বুধবার মৃত্যু ছিল ১৬ জন।

মন্তব্য পড়ুন 0