default-image

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৩১ জন। এ সময়ে করোনা আক্রান্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জন। আর মারা গেছেন ৬ হাজার ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ আর ৪ জন নারী। মৃত ৯ জনই ৬০ ঊর্ধ্বে।

বিজ্ঞাপন

বাংলাদেশে চলতি বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর প্রথম এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটে ১৮ মার্চ।

গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭৯৫ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৩২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে তিন লাখ ৪৭ হাজার ৮৪৯ জন।

মন্তব্য পড়ুন 0