default-image

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ৭৩৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ২৫ জন। একই সময়ে করোনাভাইরাসের সংক্রমিত হয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৬১ জন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হলেন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৯৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৯০১ জন।

বিজ্ঞাপন

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২০ জন পুরুষ ও ৫ জন নারী।

দেশে প্রথম করোনায় সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ।

মন্তব্য পড়ুন 0