করোনায় গোয়ালন্দ উপজেলা আ.লীগ সভাপতির মৃত্যু

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া।
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে মারা গেছেন। তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ছেলে আলিফ হোসেন মিয়া প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, নুরুজ্জামানের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নমুনা দেন। তাঁর করোনা পজিটিভ হলে বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে ৫ নভেম্বর তিনি রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য ১৭ নভেম্বর তাঁকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নুরুজ্জামান মিয়া গোয়ালন্দ পৌরসভার প্রতিষ্ঠাকালীন প্রথম পৌর প্রশাসক ছিলেন। আজ শনিবার বেলা একটায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে। বেলা আড়াইটায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।