default-image

চট্টগ্রামে গতকাল রোববার করোনাভাইরাসে সংক্রমিত আরও দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল ১ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৩০৭ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। সংক্রমণের হার প্রায় ১৮ শতাংশ। এ সময় চট্টগ্রাম শহরে ও উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৩৯৫। এর মধ্যে ২০৯ জন শহরের। বাকিরা চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৭ জন। এর মধ্যে শহরের ৩৩ হাজার ৩৮২ জন এবং উপজেলার ৮ হাজার ৪২৫ জন।

বিজ্ঞাপন
করোনাভাইরাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন