করোনাভাইরাস
প্রতীকী ছবি

দেশে করোনায় আরও একটি দিন মৃত্যুহীন কাটল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি। তবে এই সময়ে সংক্রমণের হার কিছুটা বেড়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১০২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। গত বৃহস্পতিবার শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৬ শতাংশ। ওই দিন ৯২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত বৃহস্পতিবারও করোনায় কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৬ হাজার ১৪৮ জন, সুস্থতার হার ৯৬ দশমিক ১৫ শতাংশ। আর করোনায় মারা গেছেন ২৯ হাজার ১১৮ জন।