default-image

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল আটটা পর্যন্ত) ১ হাজার ৪৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। গতকাল শনিবারের তুলনায় আজ রোববার মৃত্যুর সংখ্যা ও শনাক্ত দুই–ই বেড়েছে।

গতকাল দেশে ১ হাজার ২৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয় ১৩ জনের।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৬০টি নমুনা সংগ্রহ করা হয়।

বিজ্ঞাপন

শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত দেশে ৪ লাখ ২০ লাখ ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৭ জনের। আজ সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ১৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় যে ১৮ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ১৪ জন পুরুষ ও নারী ৪ জন। ১৭ জনই মারা গেছেন হাসপাতালে, বাড়িতে একজন।

দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে। টিকা আসার আগপর্যন্ত নতুন এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা ও সামাজিক দূরত্ব মেনে চলা। কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। এতে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

মন্তব্য পড়ুন 0