করোনায় আরও ১০ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় সংক্রমিত ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৩৯ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে, তবে বেড়েছে শনাক্তের হার।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় সংক্রমিত ১৬ জনের মৃত্যু হয়েছিল। ওই দিন নতুন রোগী শনাক্ত হন ৩১৪ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় মোট ১৮ হাজার ৮১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৭৪ শতাংশ।
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৭৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৯ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী। ঢাকা ও খুলনা বিভাগে তিনজন করে মারা গেছেন। চট্টগ্রামে দুজন এবং সিলেট ও রাজশাহীতে একজন করে মারা গেছেন। এ সময় বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগে কারও মৃত্যু হয়নি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।
এরপর বিভিন্ন সময় সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষ দিকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। আগস্টের প্রথম দিকে দেশে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু কমতে শুরু করে।