করোনায় মারা গেলেন ৫ জন, শনাক্ত ২৪৪
দেশে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৪৪ জন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ৬ জনের মৃত্যু ও ২৬৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মোট ১৯ হাজার ৫০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ২৫ শতাংশে। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৩৯ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ৫১৮ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৯৪ জন সুস্থ হয়েছেন।
সর্বশেষ যে পাঁচজনের মৃত্যু হয়েছে, তাঁরা পুরুষ। তাঁদের মধ্যে তিনজনই ঢাকা বিভাগের। চট্টগ্রাম ও রংপুরে একজন করে মারা গেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ মার্চ।
এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।