করোনায় ঢাকাসহ ৫ বিভাগে মৃত্যু নেই, শনাক্ত ৩১২

ফাইল ছবি: প্রথম আলো

দেশে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১২ জন। এ সময় ঢাকাসহ পাঁচ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন দেশে করোনায় তিনজনের মৃত্যু এবং ২৮৪ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মোট ২১ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪৯। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৪৫।

গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৬১ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৩৮ জন সুস্থ হয়েছেন।

সর্বশেষ যে তিনজনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে নারী দুজন এবং পুরুষ একজন। চট্টগ্রাম, রাজধাহী ও খুলনা বিভাগে একজন করে মৃত্যু হয়েছে। তিনজনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ মার্চ।

এরপর বিভিন্ন সময় করোনা সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে। গত শনিবারের বুলেটিনে ২৪ ঘণ্টায় করোনায় দেশে কারও মৃত্যু না হওয়ার তথ্য জানানো হয়।