খুলনার পাঁচ হাসপাতালে করোনায় আটজনের মৃত্যু
খুলনায় গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মহানগরের চারটি করোনা হাসপাতালে সাতজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা গেছেন। এ নিয়ে টানা চার দিন হাসপাতালগুলোতে মৃত্যুর সংখ্যা দুই অঙ্কের নিচে থাকল। জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও পাঁচজন পুরুষ। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ২০০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালে তিনজন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতাল ও পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে মারা গেছেন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, হাসপাতালে মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন খুলনা জেলার বাসিন্দা। বাকিরা অন্য জেলা থেকে খুলনায় চিকিৎসা নিতে এসেছিলেন।
এদিকে গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত জেলায় ৭৩৪ জনের নমুনা পরীক্ষায় ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৯৮ শতাংশ। শনাক্তের হার বিবেচনায় গত দেড় মাসের বেশি সময়ের মধ্যে এটিই সর্বনিম্ন।
নগরীর করোনা হাসপাতালগুলোতে রোগী ভর্তির তথ্য থেকে জানা গেছে, আজ সকাল পর্যন্ত ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১১৯ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত ৪১ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগী আছেন ৪৬ জন। এ ছাড়া ওই হাসপাতালের ২০ শয্যার এইচডিইউতে ১৩ জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে আইসিইউতে ২০ শয্যার বিপরীতে রোগী আছেন ১৯ জন।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৩৯ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন করে তিনজন করোনা রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ছাড়পত্র নিয়েছেন আটজন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৯ জন। তবে কোনো আইসিইউ শয্যা খালি নেই বলে জানা গেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুজন করোনা রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়েছেন তিনজন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ শয্যার করোনা ইউনিটে ৬০ জন রোগী ভর্তি আছেন। গত এক দিনে নতুন ছয়জন ভর্তি হয়েছেন এবং ছয়জন ছাড়পত্র নিয়েছেন। এ ছাড়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ শয্যার বিপরীতে ৬০ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন ৭ জন ভর্তি হয়েছেন ও ১০ জন সুস্থ হয়েছেন।