default-image

খুলনার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান। ৬০ বছর বয়সী ওই নারীর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়।

বিজ্ঞাপন

খুলনা করোনা হাসপাতালের সমন্বয়ক শেখ ফরিদ উদ্দিন বলেন, করোনা পজিটিভ হওয়া ওই নারীকে গত ২৯ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বুধবার রাতে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। তাঁর বাড়ি যশোরে। করোনা পজিটিভ হয়ে গত ৫ আগস্ট রাতে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

করোনাভাইরাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন