খুলনায় করোনা হাসপাতালে সাড়ে তিন ঘণ্টায় তিনজনের মৃত্যু

খুলনা নগরের বয়রা নূরনগর এলাকার করোনা হাসপাতালে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ষাটোর্ধ্ব এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শনিবার ভোর সাড়ে পাঁচটার মধ্যে তাঁদের মৃত্যু হয়।

হাসপাতালের সমন্বয়ক শেখ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) ‘পজিটিভ’ হওয়ায় এই তিনজনকে সম্প্রতি এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আজিজুর রহমান নামের একজন মারা যান। ৭০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি খুলনা নগরের সোনাডাঙ্গা করিমনগর এলাকায়। আজিজুরকে গত ২৪ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে তাসলিমা হোসেন নামের ৬৫ বছর বয়সী এক নারী মারা যান। তাঁর বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায়।

গত ২৮ আগস্ট তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাত দুইটার দিকে মো. আব্দুল কাদের নামে ৭৮ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। গত ৩১ আগস্ট রাতে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।