default-image

চট্টগ্রামে করোনায় আরও আটজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। একই সময়ে নতুন করে ১৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল বুধবার ১ হাজার ২৩০ জনের নমুনা পরীক্ষা করে ১৮০ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। সংক্রমণের হার প্রায় ১৫ শতাংশ। এ সময় চট্টগ্রাম শহরের ৫ জন এবং উপজেলার ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৬ জন। এর মধ্যে ৩৮২ জন শহরের। বাকিরা উপজেলার। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৭২৫ জন। তার মধ্যে শহরের ৩৯ হাজার ৮৮২ জন এবং উপজেলার ৯ হাজার ৮৪৩ জন।

বিজ্ঞাপন
করোনাভাইরাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন