default-image

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। একই সময়ে নতুন করে ৩৮০ জন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত বুধবার ১ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৮০ জনের কোভিড-১৯ পজিটিভ আসে। সংক্রমণের হার প্রায় ২০ শতাংশ। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩১৪ জন নগরীর ও ৬৬ জন উপজেলা এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

মৃত ব্যক্তিদের মধ্যে একজন নগরীর এবং বাকি দুজন উপজেলা এলাকার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা গেছেন।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪০৯ জন। এর মধ্যে ২৯৯ জন নগরীর, বাকিরা উপজেলা এলাকার। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫৬৮ জন। তার মধ্যে নগরীর ৩৪ হাজার ৮৯৮ জন এবং উপজেলা এলাকার ৮ হাজার ৬৭০ জন।

করোনাভাইরাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন