default-image

চট্টগ্রামে এক দিনে করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।  তবে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার (শুক্রবার) প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার সর্বোচ্চ ৫১৮ জনের করোনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন

আজ শনিবার সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে জানা গেছে, ২ হাজার ৫২৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শহরের ৩৮৫ এবং গ্রামের ৮২ জন। শনাক্তের হার সাড়ে ১৮ শতাংশ।

সিভিল সার্জন স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, এ নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছেন ৪১ হাজার ২৬৮ জন। একই সময়ে মারা গেছেন ৩৮৯ জন।

করোনাভাইরাস থেকে আরও পড়ুন
মন্তব্য করুন